ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

হিমাঙ্কের নিচে জ্বলে উঠলেন মেসি

হিমাঙ্কের নিচে জ্বলে উঠলেন মেসি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে যুক্তরাষ্ট্রের কনসাসাস অঙ্গরাজ্যে। সেখানে মাইনাস ১৭ ডিগ্রী তাপমাত্রায় খেলতে নেমেও জ্বলে উঠলেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। এই আর্জেন্টাইন তারকার পায়ের উত্তাপে মুহূর্তেই উবে গেল হিমশীতল আবহাওয়া। মেসির একমাত্র গোলে কনকাকাপ চ্যাম্পিয়নস কাপের প্রথম রাউন্ডের প্রথম লেগে স্পোটিং কেসির বিপক্ষে জিতেছে মায়ামি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার চিলড্রেন মার্সি পার্কে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে স্পোর্টিং কানসাস সিটিকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। অবশ্য পুরো ম্যাচে কয়েকটি গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি মেসি-সুয়ারেজরা। ম্যাচের ৮ম মিনিটে লুইস সুয়ারেজের শট সামান্য ব্যবধানে পোস্টের বাইরে চলে যায়। এরপর ৩৫তম মিনিটে আবারও সুয়ারেজ গোলের সুযোগ সৃষ্টি করেন, তবে এবারও তার নেওয়া শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। তাতে ব্যবধান না বাড়িয়েই বিরিতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে কোনো ভুল করেননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সার্জিও বুসকেটস দূরপাল্লার পাসটি ব্যক্তিগত নৈপুণ্যে কানসাস সিটির মিডফিল্ডার এরিক থমিকে পাশ কাটিয়ে গোলপোস্টের বিপরীত কোণে নিখুঁত শট নিয়ে বল জালে জড়ান তিনি। এ গোল দিয়ে চলতি বছরে প্রথমবার জালের দেখা পেলের ৩৭ বছর বয়সী মেসি। টানা ২১ মৌসুম মিলে তার গোলসংখ্যা বেড়ে হলো ৮৫১। অবশ্য মেসিদের এই ম্যাচ আরো একদিন আগে হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়ার কারণে একদিন পেছাতে বাধ্য হয় কনকাকাপ কতৃপক্ষ। হিমশীতল আবহাওয়ায় অবশ্য লম্বা মোজা পড়ে মাঠে নামতে হয়েছিল মেসিদের। ম্যাচশেষে মেসিকে নিয়ে কোচ হ্যাভিয়ের ম্যাচেরানো বলেছেন আমি সত্যিই গর্বিত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত