ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ডিপিএল মাঠে গড়াচ্ছে আজ

ডিপিএল মাঠে গড়াচ্ছে আজ

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেভাগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। শুক্রবার রাতে দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতিও নিয়েছেন বেশ কয়েকজন জাতীয় দলের ক্রিকেটার। আজ থেকে শুরু হচ্ছে ঢাকা লিগ। এরই মধ্যে প্রথম পাঁচ রাউন্ডের সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এবারের লিগের শুরু থেকেই জাতীয় দলের সব ক্রিকেটার অংশ নিচ্ছেন। তবে বিপিএলের মতো নেই মাশরাফি বিন মুর্তজা ও দেশের বাইরে থাকা সাকিব আল হাসান। এছাড়া দল পাননি মোস্তাফিজুর রহমান। আগের মতো এবারও প্রিমিয়ার ক্রিকেট লিগে কোনো বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ নেই। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ও অগ্রণী ব্যাংক। এবার মিরপুর স্টেডিয়ামে লিগের সর্বোচ্চ ২৮ ম্যাচ হবে। অপর দুটি ভেন্যু বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ। প্রথমদিন বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব। বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ও রূপগঞ্জ টাইগার্স। এবার রিজার্ভ ভেন্যুও রাখা হয়েছে। পুবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (পিকেএসপি) ও বসুন্ধরা ক্রিকেট মাঠ রিজার্ভ ভেন্যু হিসাবে থাকবে। এবারের ঢাকা লিগে টি-স্পোর্টসে মোট ২৭টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। এর বাইরেও টি-স্পোর্টস ডিজিটালে ৮৩টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি আম্পায়ারদের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিভিউ নেওয়ার সুযোগও থাকছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত