ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

নতুন চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের

নতুন চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের

বেশ কিছুদিন ধরেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা চলছে। অবশেষে গতকাল সোমবার সন্ধ্যায় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তিতে মুশফিকুর রহিমও আছেন। সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ। এই পেসারের বেতন ধরা হয়েছে ১০ লাখ টাকা। কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের আগে মুশফিক ও মাহমুদউল্লাহকে নিয়ে আলোচনা ছিল। মুশফিক ওয়ানডে থেকে অবসর নিয়ে আলোচনা থামিয়ে দিয়েছেন।

মাহমুদউল্লাহ অবসর না নিলেও ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে অনুরোধ করেছেন তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখতে।

তালিকায় ‘বি’ ক্যাটাগরিতে তার নাম উল্লেখ থাকলেও বিসিবি পরিষ্কার করেছে মার্চের পর থেকে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন না তিনি। মুশফিক যেহেতু টেস্ট খেলবেন, ওই হিসেবে তিনি কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন। তবে কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান। সবমিলিয়ে ৫টি ক্যাটাগরিতে ২২ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে বিসিবি। সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ। তার বেতন ধরা হয়েছে ১০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরিতে আছেন চার ক্রিকেটার। গত সপ্তাহে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়া মুশফিকুর রহিম আছেন এই ক্যাটাগরিতে। এর বাইরে আছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। এই চারজন পাবেন মাসিক ৮ লাখ টাকা।

মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে রাখা হয়েছে ’বি’ ক্যাটাগরিতে। এই ক্যাটগরির মাসিক বেতন ৬ লাখ টাকা। ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৮ ক্রিকেটারকে। তারা হচ্ছেন- সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান। তারা প্রত্যেকে ৪ লাখ টাকা করে মাসিক বেতন পাবেন। সর্বশেষ ‘ডি’ ক্যাটাগরিতে আছেন দুইজন- নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। তারা প্রত্যেকে ২ লাখ টাকা করে বেতন পাবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত