ঢাকা শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশেই নেই ভারত অধিনায়ক রোহিত

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশেই নেই ভারত অধিনায়ক রোহিত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেলো। নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অধিনায়ক রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত জয় পেয়েছিলো ৪ উইকেটে। একদিন পরই টুর্নামেন্টের সেরা দল বাছাই করলো আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের অভিভাবক সংস্থার বাছাই করা সেরা একাদশে একজন-দু’জন নয়, মোট পাঁচ জন ভারতীয় ক্রিকেটারকে রাখা হয়েছে। আবার অতিরিক্ত হিসাবে যাকে রাখা হয়েছে তিনিও ভারতীয়। বিস্ময়কর বিষয় হলো, যার হাতে উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা, সেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নেই আইসিসির সেরা একাদশে। বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, বরুণ চক্রবর্তী এবং মোহাম্মদ শামি রয়েছেন মূল দলে। অক্ষর প্যাটেলকে রাখা হয়েছে দ্বাদশ ব্যক্তি হিসাবে। রানার্সআপ নিউজিল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন চার জন ক্রিকেটার। তার মধ্যে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার রাচিন রাবিন্দ্রা রয়েছেন। এই দলটির অধিনায়ক করা হয়েছে মিচেল সান্তনারকে। আফগানিস্তানের দু’জন ক্রিকেটারও সুযোগ পেয়েছেন একাদশে। ওপেনার হিসাবে রোহিত শর্মাকে না রাখার কারণ হলো, ফাইনাল ছাড়া বাকি চার ম্যাচে খুব একটা রান করতে পারেননি। দুটি শতরান করা রাচিন রয়েছেন ওপেনার হিসাবে। তার সঙ্গে রয়েছেন আফগানিস্তানের ইবরাহিম জাদরান। ইংল্যান্ডের বিরুদ্ধে তার ১৭৭ রান প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান। কোহলি রয়েছেন তিনে। এরপর জায়গা পেয়েছেন শ্রেয়াস আয়ার এবং লোকেশ রাহুল। ছয় নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপ্স। ব্যাটিং এবং ফিল্ডিং, দুটিতেই তিনি দারুণ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার তিনটি ক্যাচ ভূয়সী প্রশংসা পেয়েছে। তার মধ্যে গ্রুপ পর্বের ম্যাচে উড়ে গিয়ে কোহলির ক্যাচ নিয়েছিলেন।

জাদরানের পর আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জায়গা পেলেন আজমাতুল্লাহ ওমরজাই। ব্যাট, বল দুই ক্ষেত্রেই অবদান রেখেছেন। মিচেল সান্তনার প্রতিযোগিতায় নয়টি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত