বিকেএসপিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়দের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সঙ্গে গ্রুপ ও স্বাস্থ্য বীমা সুবিধা চুক্তি নবায়নের উদ্যেশে দুপক্ষের মধ্যে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় দু’পক্ষই যার যার অবস্থান থেকে গত এক বছরের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং চুক্তি অনুসারে আগামী দিন গুলোতেও এক সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। উল্লেখ্য গত ১৭ এপ্রিল ২০২৪ সালে ১ বছরের জন্য বিকেএসপি ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সঙ্গে গ্রুপ ও স্বাস্থ্য বীমা সম্পর্কীত এক চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তির ফলে বিকেএসপির খেলোয়াড়রা প্রশিক্ষণকালে কোনো প্রকার দুর্ঘটনার শিকার হলে চিকিৎসার ব্যয় বহন করবে ন্যাশনাল লাইফ। এ বিমা চুক্তির ফলে চিকিৎসার অভাবে বিকেএসপির খেলোয়াড়রা ঝরে পড়া থেকে রক্ষা পাবে এবং ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে মুক্তি পাবে বলে মনে করছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান হাসান, উপ-পরিচালক (প্রশাসন) মো. ছগির হোসেন ও উপ-পরিচালক (প্রশিক্ষণ) উজ্জল চক্রবর্তি। ন্যাশনাল লাইফের গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন বিমা বিভাগের প্রধান কাজী মো. মহসীন, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জিএম হেলাল উদ্দিন এবং জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি।