ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

জীবিত খেলোয়াড়কে মৃত ভেবে নীরবতা পালন!

জীবিত খেলোয়াড়কে মৃত ভেবে নীরবতা পালন!

বুলগেরিয়ার শীর্ষ লিগে ঘটে গেলো অদ্ভুত এক ঘটনা। সাবেক এক খেলোয়াড়ের মৃত্যুর খবর পেয়ে ম্যাচের আগে পালন করা হলো এক মিনিটের নীরবতা। পরে জানা গেলো সেই খেলোয়াড় জীবিত! এমন কাণ্ডে পরে ক্ষমা চেয়েছে আর্দা কারজালি নামের সেই ফুটবল ক্লাব। গত রোববার বুলগেরিয়ান লিগে কারজালির প্রতিপক্ষ ছিল লেভস্কি সোফিয়া। যাকে মৃত ভেবে নীরবতা পালন করা হয় তার নাম পেতকো গানচেভ। কিক অফের আগে গানচেভের স্মরণেই সেন্টার সার্কেলে নীরবতা পালনের জন্য জড়ো হন দুই দলের খেলোয়াড়রা। অবশ্য ম্যাচ শেষ হওয়ার আগেই আর্দা কারজালি ফেসবুকে পোস্ট করে জানায় যে, ওই ফুটবলার সম্পর্কে তারা ভুল তথ্য পেয়েছে।

বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘ক্লাবটির কর্তৃপক্ষ সাবেক খেলোয়াড় পেতকো গানচেভ ও তার আত্মীয়দের কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছে। ক্লাব তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য পেয়েছিল। আমরা পেতকো গানচেভের আরও অনেক বছর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করছি।’ ম্যাচটা শেষ হয় ১-১ সমতায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত