
সময়ের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। তিন সংস্করণের ক্রিকেটেই ধারাবাহিক এই পেসার। তাই বুমরাহকে মোকাবিলা করার আগে যেকোনো ব্যাটারকেই ভাবতে হয়। তবে বেন ডাকেট বলছেন ভিন্ন কথা। এই ইংলিশ ব্যাটারের মতে, বুমরাহর মধ্যে এমন কিছু নেই, যা তাকে চমকে দিতে পারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তার (বুমরাহর) মুখোমুখি হয়েছি আমি। খুব ভালো করেই জানি, আমাকে সে কীভাবে বোলিং করবে এবং ভালো একটি ব্যাপার হলো, তার স্কিলগুলোও আমার এখন জানা। এমন কিছু আর নেই, যা আমাকে চমকে দিতে পারে।’
‘অবশ্যই চ্যালেঞ্জিং হবে (বুমরাহকে সামলানো) এবং নতুন বলে মোহাম্মদ শামির স্কিলও বুমরাহর মতোই হুমকি জাগানিয়া।’