কাবাডিতে নেপালের মেয়েরা অনেক এগিয়েছে। পুরুষরাও ধীরে ধীরে নিজেদের শক্তির জানান দিচ্ছে। তাই ভারত কিংবা পাকিস্তান নয়, নেপালই হয়ে উঠেছে বাংলাদেশের শক্তিমত্তা পরীক্ষা ও প্রশিক্ষণের কেন্দ্রবিন্দু। লাল সবুজের খেলার উন্নতি পরীক্ষার মানদ- এখন হিমালয়কন্যার দেশটি। ক’দিন আগে দেশের মাটিতে ছেলেরা নেপালকে ৪-১ ব্যবধানে নেপালকে হারিয়েছে। এবার মেয়েরা খেলবে এ দেশটির বিপক্ষে। যদিও সাম্প্রতিক সময়ে নেপালের বিপক্ষে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। এসএ গেমসে হেরেছে। এশিয়ান গেমসেও নেপাল নারী দলের কাছে হেরে ব্রোঞ্জপদক পুনরুদ্ধারে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের আসন্ন টেস্ট সিরিজ দিয়ে নেপালের বিপক্ষে জয়ে ফিরতে চায় তারা।
১৯ এপ্রিল কাবাড টেস্ট সিরিজ খেলতে নেপাল যাবে শাহনাজ পারভীন মালেকার শিষ্যরা। পরদিন অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, ‘বাংলাদেশের মতো নেপাল নারী কাবাডি দলও প্রথমবার টেস্ট সিরিজ খেলবে। এই সিরিজ নিয়ে নেপাল দারুণ উচ্ছ্বসিত। নেপালে আমাদের মেয়েরা ভালো কিছু করবে বলে আমরা আশা করছি।’ জানা গেছে, ভারতে আসন্ন নারী কাবাডি বিশ্বকাপে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ খেলবে বাংলাদেশ দল। এ বছর ১ থেকে ১৩ জুন ভারতের বিহারে অনুষ্ঠিত হবে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পর পরই প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে চলছে নারী দলের প্রস্তুতি। কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সীর তত্ত্বাবধানে চলছে অনুশীলন কার্যক্রম।