ঢাকা রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

৬৪ বছর বয়সে টি-টোয়েন্টি অভিষেক

৬৪ বছর বয়সে টি-টোয়েন্টি অভিষেক

বয়স ৩০ বছর পার হলেই অবসরের ক্ষণ গুণতে থাকেন অনেক ক্রিকেটার। সেখানে ৬৪ বছর বয়সে কিনা অভিষেক, তাও আন্তর্জাতিক ক্রিকেটে! অভাবনীয় কীর্তিটা করেছেন পর্তুগালের জোয়ানা চাইল্ড। ক্রিস্টিয়ানো রোনালদোর দেশের এই নারী ক্রিকেটার ৭ এপ্রিল ৬৪ বছর বয়সে খেলেছেন নরওয়ের বিপক্ষে। তিন ম্যাচের সিরিজের তিনটিতেই খেলেছেন জোয়ানা।

প্রথম ম্যাচে ২ রান করেছিলেন তিনি। বল করেছিলেন ৪টি। তাতে খরচ করেন ১১ রান, পাননি উইকেটের দেখা। তবে এই বয়সের একজনকে খেলতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে স্তুতি। পর্তুগাল সিরিজটা জিতেছে ২-১ ব্যবধানে। ৬৪ বছর বয়সে অভিষেক হলেও এটা আবার রেকর্ড নয়! জিব্রাল্টারের স্যালি বারটটের অভিষেক হয়েছিল ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে। জোয়ানা চাইল্ড এখন দ্বিতীয় সর্বোচ্চ বয়সি ক্রিকেটার। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের অ্যান্ড্রি ব্রাউনলি ৬২ বছর ১৪৫ দিনে আর ও কেম্যান দ্বীপপুঞ্জের ম্যালি মুরের অভিষেক হয়েছিল ৬২ বছর ২৫ দিনে। পর্তুগালে দলে অবশ্য বয়সের ভারসাম্য ছিল যথেষ্ট। জোয়ানার চাইল্ডের বয়স ৬৪ হলেও দলে ছিলেন ১৫ বছরের ইশরাত চিমা আর ১৬ বছরের দুই ক্রিকেটার আফসিন আহমেদ ও মরিয়ম ওয়াসিম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত