ঢাকা শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

জিমন্যাস্টিকসে আরেক প্রবাসী

জিমন্যাস্টিকসে আরেক প্রবাসী

যুক্তরাষ্ট্র প্রবাসী সাইক সিজার ও নিউজিল্যান্ড প্রবাসী আলী কাদের হকের পর জিমন্যাস্টিকসে এবার আসছেন আরেক প্রবাসী। যুক্তরাষ্ট্র প্রবাসী এই জিমন্যাস্টের নাম জ্যাক আশেকুল ইসলাম। তাকে ঘিরেই নতুন করে স্বপ্ন দেখছে ফেডারেশন। এই প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল বলেন, ‘ভিডিওতে যা দেখেছি তাতে করে আশেকুলকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখা যায়। ওর বয়স কম, প্রতিভা আছে। লাল সবুজ জার্সি পরে খেলার ইচ্ছা তার।’ দেশের ক্রীড়াঙ্গনে ধীরে ধীরে দ্বার উন্মুক্ত হচ্ছে প্রবাসী ক্রীড়াবিদদের জন্য। ফুটবলে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর পর সদ্য লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী।

তবে জিমন্যাস্টিকসে প্রবাসীদের অংশগ্রহণ একযুগ আগের ইতিহাস। ২০১৪ ইনচন এশিয়ান গেমসে খেলেছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাইক সিজার। এছাড়া আন্তর্জাতিক বয়সভিত্তিক আসর থেকে পদক জিতে এনেছেন আলী কাদের হক। তারই ধারাবাহিকতায় এবার ১৮ বছর বয়সি জ্যাক আশেকুল ইসলামকে ঘিরে দেখা হচ্ছে নতুন স্বপ্ন। যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আশেকুল ইসলামের বাবার বাড়ি রংপুরে। মা অবশ্য আমেরিকান। মূলত তার বাবার বন্ধু ডা. আমিুনল ইসলামের মাধ্যমে জ্যাক আশেকুলের সন্ধান পায় বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন। লাল সবুজের হয়ে খেলার স্বপ্ন দেখা এই জিমন্যাস্টের পাসপোর্ট করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ফেডারেশন। এরইমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চিঠিও দিয়েছে তারা। ছেলেদের ছয়টি ইভেন্টের মধ্যে জ্যাক আশেকুল তিনটিতে বেশ ভালো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত