বেশ কিছু দিন ধরেই সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। মাঠের বাহিরে ও ভিতরে নানা কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্দরমহলে চলছে চরম উত্তেজনা। বোর্ডের আর্থিক বিষয় নিয়ে খোদ কর্মকর্তাদের মধ্যেই মতবিরোধ। ব্যাংকিং খাত বাইরে চলে আসায় চলছে পরস্পর বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগ। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে তো রীতিমতো ধারাবাহিক নাটক মঞ্চস্থ হচ্ছে। এমন পরিস্থিতিতে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নামছে ঢাকার ক্লাব লড়াইয়ে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ দুই ক্লাবের লড়াই মানেই ভিন্ন আবহ, উত্তেজনা আর রোমাঞ্চে ঠাসা। সেটা ক্রিকেট হোক বা ফুটবল। কিংবা হকি। ‘ঢাকা ডার্বি’ বছর টু বছরই আলোচনার কেন্দ্রে থাকে। আর সেটা যদি হয় ফাইনাল ম?্যাচ তাহলে তো কথাই নেই। উত্তেজনার স্ফূলিঙ্গ ছড়িয়ে পড়ে চারপাশেই।
সেই মঞ্চ প্রস্তুত হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ রাউন্ডের খেলায়। লিগের শিরোপা নির্ধারণী ‘অঘোষিত ফাইনাল’ আজ মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াইয়ে যারা জিতবে তারাই জিতে যাবে শিরোপা। আবাহনী ঢাকা লিগের সবচেয়ে সফল দল। লিগের বর্তমান শিরোপাধারীরা ২৩ বার এই শিরোপা জিতেছে। মোহামেডান জিতেছে নয়বার। লিগের গত মৌসুমে আবাহনী শিরোপা জিতেছিল। মোহামেডান হয়েছিল রানার্সআপ। এবার কার মুখে হাসি ফোটে সেটাই দেখার।
মোহামেডান ঢাকা প্রিমিয়ার লিগের শেষ শিরোপা জিতেছিল ২০০৯-১০ মৌসুমে। বিমান বাংলাদেশকে হারিয়ে মতিঝিল পাড়ার ক্লাবটি শিরোপা পেয়েছিল। এরপর দুইবার কেবল রানার্সআপ হয়েছিল। বাকিটা সময়ে শিরোপার কাছেও যেতে পারেনি। লম্বা সময় পর তাদের শিরোপার হাতছানি। সেজন্য আবাহনীকে হারাতেই হবে।
আবাহনী ২৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। মোহামেডানের পয়েন্ট ২২। শেষ ম্যাচে মোহামেডান শেষ বলে জয় নিশ্চিত করে ২ পয়েন্ট পায়। ম্যাচটিতে মোহামেডান হেরে গেলে আবাহনীর শিরোপা নিশ্চিত হয়ে যেত এক ম্যাচ আগেই। কিন্তু শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে শিরোপার আশা বাঁচিয়ে রাখে মোহামেডান। আজ মোহামেডান জিতলে দুই দলের পয়েন্ট হবে ২৪। লিগের নিয়ম অনুযায়ী, দুই দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড হিসেব আসবে। লিগের রাউন্ড রবিন লিগে মোহামেডান আবাহনীকে হারিয়েছিল। সুপার লিগেও তারা জিততে পারলে হেড টু হেডে দুইবারই তারা এগিয়ে থাকবে। তাতে শিরোপা নিশ্চিত হয়ে যাবে সাদা-কালো শিবিরের। আর আবাহনী ম্যাচটা জিততে পারলে, প্রথম মুখোমুখির প্রতিশোধ নিতে পারলে কোনো সমীকরণ ছাড়াই তারা জিতে যাবে শিরোপা। তৃতীয় হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি তাদের। এর আগে ২০১৮-২০২০ এবং ২০০৭-২০০৯ মৌসুমে হ্যাটট্রিক শিরোপা জিতেছিল ঐতিহ্যবাহী দলটি। ম্যাচের আগের দিন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানালেন আবাহনীর প্রধান কোচ হান্নান সরকার।
মরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে যখন শুরু করেছিলাম ১৬টা ম্যাচ খেলব, সেটা একটা প্ল্যানিং ছিল। লাস্ট ম্যাচ পর্যন্ত খেলতে হবে সুপার লিগ কোয়ালিফাই করেছি। ম্যাচটা একটু আলাদা সিনারিও তৈরি হয়েছে ফাইনাল। অবশ্যই তো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে টুর্নামেন্ট শুরু করেছিলাম, এখন সেই লক্ষ্যে শেষ স্টেপে। খেলোয়াড়রাও এক্সাইটেড কালকের দিনটা কখন আসবে, কখন খেলা শুরু হবে এবং দিন শেষ সাড়ে চারটা পাঁচটার দিকে কখন ট্রফিটা হাতে নেবে।’ গত কয়েক দিনে ঘটা মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়ের ইস্যু নিয়ে হান্নান বলেন, ‘হৃদয় বেসিক্যালি একজন অ্যাটাকিং প্লেয়ার। সে সবসময় জিততে চায় চ্যাম্পিয়ন হতে চায়। তার মানসিকতা অনেক আগে থেকেই আমি জানি, হৃদয়ের সঙ্গে খুবই ক্লোজ একটা অ্যাটাচমেন্ট আমার আছে।’
তিনি আরও যোগ করেন, ‘প্রথম যখন নিষেধাজ্ঞা হয় তারপরও আমার তার সঙ্গে কথা হয়েছিল। পরের ইন্সিডেন্ট হলো তখন আমি একটু আপসেট হয়েছি। আমরা অনেক সময় জানি যে প্লেয়াররা হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু করে ফেলে। এটা হয়তো সে জানে সে করবে না, কিন্তু ওই মুহূর্তে ঘটে যায়।’