কয়েক দিন আগে ফেডারেশন কাপের ঐতিহাসিক ফাইনালে টাইব্রেকারে বসুন্ধরা কিংসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আবাহনীর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার বদলা নেয়ার সুযোগ এসেছিল আকাশী নীল জার্সিধারীদের সামনে। কিন্তু বদলা তো দুরের কথা আবারও কিংসের কাছে হেরেছে আবাহনী। গতকাল শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় লিগের ত্রয়োদশ রাউন্ডের ম্যাচে আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে কিংস। প্রথম পর্বের দেখায় সুমন রেজার একমাত্র গোলে জিতেছিল আবাহনী। সে হারের মধুর প্রতিশোধও ফিরতি লেগের দেখায় নিয়ে নিল কিংস।
কিংসের জয়ে লাভ বরং হলো মোহামেডানেরই বেশি। দিনের অন্য ম্যাচে পুলিশ এফসিকে ৩-১ গোলে হারানো মোহামেডান ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরও এগিয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আবাহনী এই হারে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে পিছিয়ে পড়েছে ৭ পয়েন্টের ব্যবধানে। কিংস তৃতীয় স্থানে আছে ২৪ পয়েন্ট নিয়ে। আক্রমণ, প্রতি-আক্রমণে শুরু থেকে জমে ওঠা ম্যাচে প্রতিপক্ষের বক্সে গিয়ে কেউ কার্যকর হতে পারছিল না।
একাদশ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে একাই চেষ্টা করেন রিমন হোসেন, বল চলে যায় পোস্টের অনেক বাইরে দিয়ে। ভালো জায়গায় থেকেও রিমনের কাছ থেকে বল না পেয়ে হতাশা প্রকাশ করেন কিংসের ফরোয়ার্ড রাকিব হোসেন। পাঁচ মিনিট পর রাকিবের কাছ থেকে ফিরতি পাস ধরে নিখুঁত শটে জাল খুঁজে নেন ফয়সাল আহমেদ ফাহিম। নিজের সাবেক ক্লাব আবাহনীর বিপক্ষে গোলের উদযাপন তিনি সারেন আকাশি-নীল সমর্থকদের উদ্দেশে করজোড়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে। এই গোল হজমের পর আবাহনী খেলতে থাকে বিবর্ণ ফুটবল।