ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আর্চারি বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

আর্চারি বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল

চীনের সাংহাইয়ে বসছে আর্চারি বিশ্বকাপ স্টেজ টু-এর আসর। আগামী ৬ থেকে ১১ মে পর্যন্ত হতে যাওয়া এ বিশ্বসেরার আসরে অংশ নিচ্ছে পাঁচ সদস্যের বাংলাদেশ দল। দলে রিকার্ভ ডিভিশনে তিনজন এবং কম্পাউন্ডে দুইজন খেলবেন। রিকার্ভের তিনজন আর্চার হচ্ছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা। আর কম্পাউন্ড দলে আছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। টুর্নামেন্টে অংশ নিতে আজ দেশ ছাড়ছেন আর্চাররা।

তার আগে গতকাল শনিবার বাংলাদেশ দলের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানাতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আর্চারি ফেডারেশন। সংবাদ সম্মেলনে প্রধান কোচ মার্টিন ফ্রেডরিক বলেন, বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। আর ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসকে সামনে রেখে কম্পাউন্ডে রেংকিংয়ে উন্নতি করতে চায় বাংলাদেশ। তবে ওয়ার্ল্ড কাপ থেকে এর আগে পদক পেয়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে অ্যাডহক কমিটির এক নাম্বার সদস্য কাজী রাজীব উদ্দীন আহেমদ চপল বলেন, ‘বিশ্বকাপে আমাদের অনেক সাফল্য আছে। সিলভার মেডেলও আমরা জিতেছি। আবার সাংহাইয়ে কোরিয়ার সঙ্গে আমরা সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে এক পয়েন্টে হেরেছি। আশা করছি সাফল্যের ধারাবাহিকতা আমরা এবারও ধরে রাখতে পারবো। কারণ আমাদের ছেলেদের রিকার্ভ টিম দুর্দান্ত। আমরা দল গঠনের ক্ষেত্রে সব সময় কোচের মতামতকে প্রাধান্য দিয়েছে। কোচের মতের বাইরে আমরা কখনও দল গঠন করিনি।’

এদিকে আর্চারি বিশ্বকাপে আরও বেশি সংখ্যক আর্চার পাঠানোর পক্ষে মত দিয়েছেন ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, ‘দেশে বিদেশে সব জায়গায় অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যেন কোনো গ্যাপ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা ১৮ জন নিতে পারতাম। সেখানে যাচ্ছে মাত্র পাঁচজন আরচ্যার। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করলে এসব খেলায় সম্পন্সর পাওয়া কোন বিষয় না। ‘ওয়ার্ল্ড কাপ শেষে ১২ মে দেশে ফিরবে বাংলাদেশ দল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত