ঢাকা শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বার্সেলোনার নতুন বিস্ময়বালক

বার্সেলোনার নতুন বিস্ময়বালক

ফুটবল মঞ্চে নিয়মিত বিরতিতেই বিস্ময়বালক নিয়ে হাজির হয় বার্সেলোনা। সেই বিস্ময়বালকদের সবাই যে নিজেদের মেলে ধরতে পারেন, তা নয়। তবে লম্বা সময় ধরে চলে আসতে থাকা বার্সার এই ধারায় বিরতি পড়েছে সামান্যই। লিওনেল মেসি একসময় বিস্ময়বালক হিসেবেই আবির্ভূত হয়েছিলেন ফুটবল মঞ্চে। সেই বিস্ময়বালক মেসিই পরে হয়েছেন ইতিহাসের সেরা ফুটবলারদের অন্যতম। একই ধারাবাহিকতায় এরপর বার্সা পেয়েছে লামিনে ইয়ামালের মতো বিস্ময়কে। বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা ইয়ামাল অনেকের চোখে ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে যোগ্য প্রার্থী। ইয়ামাল চূড়ায় উঠতে না উঠতেই বার্সা পেয়ে গেছে আরেকজন বিস্ময়বালককে। তার নাম দানি রদ্রিগেজ।

বয়সে ইয়ামালের চেয়ে ২ বছরের বড় রদ্রিগেজ এখনও পেশাদার ফুটবলে যাত্রা শুরু করেননি। মুন্দো দেপোর্তিভোসহ ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, আজ ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচ দিয়েই হয়তো অভিষেক হতে পারে তার। মূলত চ্যাম্পিয়নস লিগের সূচি সামনে রেখে লিগ ম্যাচে কিছু অদলবদল আনার পরিকল্পনা নিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। আর সেই অদলবদলই ভাগ্য খুলে দিতে পারে রদ্রিগেজের, যা এই উদীয়মান তরুণ মিডফিল্ডারের জন্য নিজের জাত চেনানোর সুযোগও বটে। রদ্রিগেজের জন্ম ২০০৯ সালে, স্পেনের বাস্ক অঞ্চলের শহর অস্তিগারাগাতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত