ফারুক আহমেদ বিসিবির সভাপতি থাকাকালীন এই সিরিজটি এনেছিলেন। চ্যাম্পিয়নস ট্রফির সময় পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভির সঙ্গে যোগযোগ করে নিশ্চিত করেছিলেন ফিরতি সিরিজ। বাংলাদেশের মাটিতে সেই সিরিজটি খেলতে ১৮ জুলাই আসছে পাকিস্তান। সিরিজে তিনটি ম্যাচ, তিনটিই হবে মিরপরে। মূলত এ বছরের এশিয়া কাপ ও আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই ফরম্যাটে বেশি ম্যাচ খেলার অংশ হিসেবে এ সিরিজটি রেখেছে বিসিবি।
শ্রীলঙ্কা সিরিজ খেলেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ঈদের পর শ্রীলঙ্কা যাচ্ছে।