নেইমারের জীবনে উত্থান-পতন কম আসেনি। অমিত প্রতিভাধর, পেলে-রোনালদোদের উত্তরসূরি এমন সব কথার মুকুট মাথায় নিয়ে পা রেখেছিলেন পেশাদার ফুটবলে। খুব অল্প বয়সেই হয়েছেন তারকা। সব প্রত্যাশা হয়তো পূরণ করতে পারেননি, কিন্তু অর্জনও তো কম নেই! আর সেই অর্জনের পথে বিতর্কও নিত্যসঙ্গী ব্রাজিল তারকার। তবে আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল- দুই জায়গাতেই নেইমার জুনিয়র আলোচনার বাইরেই আছেন কয়েক বছর ধরে। যা একটু আলোচনা মাঝেসাঝে তাকে নিয়ে হয় সেটাও চোটের কারণে। তবে চোট কাটিয়ে আবার মাঠে ফেরা নেইমার এবার আলোচনায় এলেন ভিন্ন এক কারণে।
গত রোববার ফুটবল ক্যারিয়ারে বাজে একটি কাজ করেন নেইমার। হাত দিয়ে গোল করার চেষ্টা করেন সান্তোস তারকা। যে কারণে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দেখতে হয় লাল কার্ড। অবশ্য ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে ক্ষমাও চেয়ে নিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। রোববার ব্রাজিলিয়ান সিরিআতে বোতাফোগোর বিপক্ষে অদ্ভূত এই কাণ্ড করেন নেইমার। ৭৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বোতাফাগোর গোলরক্ষকের হাত থেকে ফিরতি আসা বলে হাত লাগিয়ে জালে পাঠান নেইমার। রেফারির তীক্ষ্ম দৃষ্টিতে ধরা পড়ার সঙ্গে সঙ্গে গোল বাতিল করা হয় এবং তাকে হলুদ কার্ড দেখানো হয়।
নেইমারের এই কাণ্ডে অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়। কেউ কেউ ব্রাজিলিয়ান তারকার এই কাণ্ডকে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারেডোনার সঙ্গে তুলনা করেছেন। তবে এটি যে একেবারেই বাজে কাজ, সেটি বুঝতে পেরে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন নেইমার।