ঢাকা বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

হামজাদের খেলা দেখলেন সামিত

হামজাদের খেলা দেখলেন সামিত

হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলামণ্ডএকে একে সবাই এরই মধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের ক্যাম্পে। বাকি ছিলেন কেবল সামিত সোম। কানাডা প্রবাসী এই মিডফিল্ডার নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দর থেকে সরাসরি গিয়ে উঠেছেন টিম হোটেলে। খানিক বিশ্রাম নিয়ে সন্ধ্যায় ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দেখতে তিনি জাতীয় স্টেডিয়ামে গিয়েছিলেন হামজাদের খেলা দেখতে। এ ম্যাচে দর্শকের ভূমিকায় থাকলেও ১০ জুন একই মাঠে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে অবশ্য দর্শক থাকবেন না তিনি। বাংলাদেশের জার্সিতে সেদিন তার অভিষেক হওয়ার কথা রয়েছে। সামিতকে নিয়ে বাংলাদেশ দলে এখন প্রবাসী ফুটবলার ছয়জন। জামাল ভূঁইয়াকে দিয়ে শুরু। সর্বশেষ এলেন শমিত। মাঝে তারিক কাজী, কাজেম শাহ, তারপর হামজা চৌধুরী ও ফাহামিদুল ইসলাম। এর আগে কানাডা থেকে গতকাল বুধবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন সামিত। বিমানবন্দরে সামিতকে বরণ করেন বাফুফের তিন সদস্য মঞ্জুরুল করিম, ইকবাল হোসেন ও শাখাওয়াত হোসেন।

সামিত অবশ্য ঢাকায় পা রেখেই বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য উন্মুখ হয়ে থাকার কথা বলেছেন, ‘আমি দারুণ রোমাঞ্চিত। সতীর্থদের সাথে সাক্ষাৎ করতে উন্মুখ হয়ে আছি। আমরা কিভাবে খেলতে চাই, এটা নিয়ে কোচের সাথে কথা হয়েছে। এ মুহূর্তে আমি দলের সবার সাথে দেখা করতে, টিমের সাথে থাকতে মুখিয়ে আছি।’১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ।

অনাকাঙিক্ষত কিছু না ঘটলে বাছাইয়ের ম্যাচে ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের খেলা নিশ্চিত। সামিতের বেড়ে ওঠা কানাডায়, ২০২০ সালে কানাডা জাতীয় দলের হয়ে তিনি দুটি ম্যাচও খেলেছেন। ক্লাব ফুটবলে বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসিতে খেলছেন তিনি। এই মিডফিল্ডারকে নিয়ে বাংলাদেশ দলের মাঝমাঠের শক্তি স্বাভাবিকভাবেই বেড়েছে আরও।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত