ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মুশফিক-শান্তর জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের দিন

মুশফিক-শান্তর জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের দিন

মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত জোড়া সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিনেই দারুণভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে বাংলাদেশ।

শুরুর বিপর্যয় কাটিয়ে এই দুই অভিজ্ঞ ব্যাটার গড়েছেন ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে চতুর্থ উইকেটে তৃতীয় সর্বোচ্চ জুটি। গতকাল মঙ্গলবার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ০ রানে বিদায় নেন এনামুল হক বিজয়। এরপর সাদমান ইসলাম (১৪) দলীয় ৩৯ রানে ও মুমিনুল হক (২৯) ৪৫ রানে ফিরে গেলে চাপে পড়ে টাইগাররা। শ্রীলঙ্কার থারিন্দু রত্নানায়েকের ঘূর্ণি বোলিংয়ে এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে হাল ধরেন শান্ত ও মুশফিক। দীর্ঘ সময় ধরে সেঞ্চুরির জন্য অপেক্ষা করা এই দুই ব্যাটারই আজ দেখালেন অভিজ্ঞতার ছাপ। ২০২ বলে শান্ত পূর্ণ করেন তার শতক, ইনিংসে ছিল ১১টি চার ও ১টি ছক্কা। লাল বলে সবশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২৩ সালের নভেম্বরে সিলেটে টেস্টে, প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। অপেক্ষা করতে হয়েছে ১৯ মাস।

অন্যদিকে, ১৭৬ বলে শতক পূর্ণ করে মুশফিকও ভুলে গেলেন টানা ১৩ ইনিংসের সেঞ্চুরিহীন সময়। গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের ইনিংসের পর এই প্রথম তিনি তিন অঙ্কের ঘরে পৌঁছালেন। সাত টেস্টে রান খরার পর এই ইনিংস যেন তার ঘুরে দাঁড়ানোর প্রতীক। দিন শেষে বাংলাদেশ বিনা উইকেটে ২৪৭ রান তুলে খেলা শেষ করে। শান্ত ২৬০ বলে ১৪ চার ও ১ ছয়ে ১৩৬ রানে এবং মুশফিক ১৮৬ বলে ৫ চারে ১০৫ রান করে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কা বোলারদের চেপে ধরে প্রথম দিনেরই খেলায় প্রাধান্য প্রতিষ্ঠা করেছে সফরকারীরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। আগের চক্রে শেষ দিকে ধারাবাহিকভাবে ভালো খেলে সাত নম্বরে উঠে এসেছিল দলটি। এবার শান্তর নেতৃত্বে নতুন চক্রে বাংলাদেশ চায় ছয়ের কোটায় পৌঁছাতে।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), মিলান রত্নায়েকে, থারিন্দু রথনায়েক, প্রবাত জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত