ঢাকা শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

এশিয়া কাপ আর্চারি

সিঙ্গাপুরে বাংলাদেশের পতাকা ওড়ালেন আলিফ

সিঙ্গাপুরে বাংলাদেশের পতাকা ওড়ালেন আলিফ

আর্চারি বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিয়েও কখনও রিকার্ভ এককে পদক জিততে পারেননি। অবশেষে এশিয়া কাপের মঞ্চে স্বর্ণ পদক গলায় তুলতে পারলেন আবদুর রহমান আলিফ। বাংলাদেশের এই আর্চারের সুবাদে সিঙ্গাপুরে উড়ল লাল সবুজের পতাকা। বিদেশের মাটিতে বাজল, ‘আমার স্বর্ণর বাংলা আমি তোমায় ভালোবাসি।’ গতকাল সিঙ্গাপুরে চলমান এশিয়া কাপ আর্চারির রিকার্ভ পুরুষ এককের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন আলিফ।

চূড়ান্ত লড়াইয়ের প্রথম দুই সেটে দারুণভাবে এগিয়ে ছিলেন আলিফ। প্রথম সেটে যেখানে আলিফের স্কোর ছিল ২৮, সেখানে গাকুতোর স্কোর ছিল ২৭। পরের সেটে আলিফ ২৯ করেন এবং গাকুতো ২৮ পয়েন্ট স্কোর করেন। কিন্তু এরপরই ঘুরে দাঁড়ান জাপানি আর্চার। পরের দুই সেট আবারও জিতে খেলায় সমতা আনেন। তৃতীয় সেটে গাকুতো করেন ২৮। আলিফ করেন ২৭। চতুর্থ সেটেও এগিয়ে যান গাকুতো। তিনি মারেন ২৭। আলিফ ২৬ স্কোর করে পিছিয়ে পড়েন। এরপর পঞ্চম সেটে গড়ায় খেলা। রুদ্ধশ্বাস শেষ শটে আলিফ মারেন ২৯। আর গাকুতো ২৬ করেন।

উল্লাসে আলিফ মেতে ওঠেন সিঙ্গাপুরের মাঠে। জড়িয়ে ধরেন কোচ মার্টিন ফ্রেডরিখকে।

পরে এক ভিডিও বার্তায় আলিফ বলেন, খুব ভালো লাগছে বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উড়াতে পেরে। এটা আমার প্রথম আন্তর্জাতিক স্বর্ণ পদক। দেশবাসিকে স্বর্ণ পদক উপহার দিতে পেরে আমি গর্বিত। তিনি বলেন, ধারাবাহিকতা ঠিক রেখে আমার পরবর্তী লক্ষ্য অলিম্পিকে পদক জেতা। সে জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমাদের কোচরা সেভাবেই আমাদের ট্রেনিং দিচ্ছেন।

বিকেএসপি থেকে উঠে আসা আর্চার আলিফ এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককের ফাইনালে হেরেছিলেন চীনা তাইপের আর্চারের কাছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগে অনেকবারই খেলেছেন আলিফ। বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিলেও কখনও কোনো পদক জিততে পারেননি একক ইভেন্টে। এবার অবশ্য রুপার পদকটা নিশ্চিত করেছিলেন ফাইনালে উঠেই। অপেক্ষায় ছিলেন রং বদলে সেটা স্বর্ণে পরিণত করা এবং সত্যি সেটা পেরেছেন আলিফ। এবার আর স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়নি আলিফকে।

গত ১৬ জুন ‘বাই’ পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করেছিলেন আলিফ। এরপর চীনের আলিনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে নাম লেখান শেষ ৩২-এ। সেখান থেকে পরবর্তী ধাপে মালয়েশিয়ার মুহাম্মাদ শফিককে ৬-৪ ব্যবধানে হারিয়ে এবং চায়নিজ তাইপের লি কাই-ইয়েনকে ৭-৩ হারিয়ে পেয়ে যান সেমিফাইনালের টিকিট। ?ফাইনালে ওঠার পথে আবার চায়নিজ তাইপের আরেক প্রতিপক্ষ চেন পিন-আনকে পেয়েছিলেন। সেই বাধায় প্রথম সেটে (২৬-২৫) জিতলেও পরের দুই সেটে হেরে গিয়েছিলেন। তবে ঘুরে দাঁড়িয়ে চতুর্থ সেট ২৯-২৫ ব্যবধানে জেতার পর পঞ্চম সেটে ২৮-২৭ ব্যবধান ধরে রেখে জায়গা করে নেন ফাইনালে। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয়ী আলিফের ডানে রূপাজয়ী জাপানের মিয়াতা গাকুতো এবং বামে ব্রোঞ্জজয়ী চায়নিজ তাইপের চেন পিন-আন।

রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয়ী আলিফের ডানে রূপাজয়ী জাপানের মিয়াতা গাকুতো এবং বামে ব্রোঞ্জজয়ী চায়নিজ তাইপের চেন পিন-আন।

এক সময় বাংলাদেশের আর্চারির পুরুষ বিভাগের রিকার্ভ এককে রাজত্ব ছিল রোমান সানার। এরপর রোমানের পারফরম্যান্সের অবনতি ঘটলে আশা জাগিয়েছিলেন হাকিম আহমেদ রুবেল। কিন্তু আর্চারি ছেড়ে উন্নত জীবনের আশায় দুজনই পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। এরপর এই ইভেন্টের হাল ধরেছেন বিকেএসপির দুই যুবক সাগর ইসলাম ও আলিফ। প্যারিস অলিম্পিকে নিজের যোগ্যতায় সুযোগ পাওয়া সাগর অবশ্য সিঙ্গাপুরে নামের পাশে সুবিচার করতে পারেননি। তিনি হেরে যান প্রথম রাউন্ডেই। তবে সাগর ব্যর্থ হলেও মান বাঁচিয়েছেন পাবনার বেড়া থেকে উঠে আসা আর্চার আলিফ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত