
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। সাইড স্ট্রেইন চোটে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মিলান রাত্নায়েকে। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার ভিশ্ব ফার্নান্দো। প্রথম টেস্ট থেকে কলম্বো টেস্টের শ্রীলঙ্কা দলে পরিবর্তন আছে আরও একটি। গলে প্রথম টেস্ট দিয়ে এই সংস্করণকে বিদায় জানানো অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের জায়গায় সুযোগ পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে। ২২ বছর বয়সী এই ক্রিকেটার এখন পর্যন্ত টেস্ট খেলেছেন একটি, ২০২২ সালের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে।
ড্র হওয়া গল টেস্টে ব্যাটে-বলে আলো ছড়ান মিলান রাত্নায়েকে। ম্যাচের দ্বিতীয় দিন সকালে কিছুক্ষণের জন্য মাঠ ছেড়েছিলেন তিনি, পরে ফিরে এসে প্রথম ইনিংস শেষ করেন ৩৯ রানে ৩ উইকেট নিয়ে। ওভারপ্রতি রান দেন কেবল ১.৬৪ করে। ম্যাচে তার শিকার ছিল ৪ উইকেট। ব্যাট হাতে আট নম্বরে নেমে ৮৩ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পথে সপ্তম উইকেটে কামিন্দু মেন্ডিসের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন তিনি। শ্রীলঙ্কার স্কোয়াডে আর কোনো পেস বোলিং অলরাউন্ডার নেই। ওয়েলালাগে ও সোনাল দিনুশা, দুজনই তাদের বাঁ-হাতি স্পিনের জন্য কার্যকর। যদিও কলম্বোর উইকেট সাধারণত গলের মতো স্পিন সহায়ক হয় না। তাই হয়তো বাড়তি পেসার নিয়ে নামতে পারে শ্রীলঙ্কা। আগামী বুধবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর এই বছরে আর কোনো টেস্ট ম্যাচ নেই শ্রীলঙ্কার।
দ্বিতীয় টেস্টের শ্রীলঙ্কা দল : ধানাঞ্জায়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, কুসাল মেন্ডিস, দুনিথ ওয়েলালাগে, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাভান রাত্নায়াকে, প্রাবাথ জায়াসুরিয়া, থারিন্দু রাত্নায়াকে, আকিলা দানাঞ্জায়া, ভিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ইসিথা ভিজেসুন্দারা।