ঢাকা রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

নেতৃত্ব ছাড়ার গুঞ্জনে শান্তর বার্তা

নেতৃত্ব ছাড়ার গুঞ্জনে শান্তর বার্তা

গত বছরের ফেব্রুয়ারিতে সাকিব আল হাসানকে সরিয়ে বাংলাদেশ দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তর হাতে। তারপর থেকে তিন ফরম্যাটে নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। বাজে পারফরম্যান্সের প্রভাবে মাঝে নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন শান্ত। তবে শেষ পর্যন্ত সে পথে হাটেননি। চলতি বছরে তাকে সরিয়ে লিটন দাসের কাঁধে টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেয়া হয়। এরপর লাল সবুজের ওয়ানডে দলের নেতৃত্বও বদল হয়। তবে সাদা পোশাকে টাইগারদের অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন শান্তই। এবার নাকি সেটিও ছেড়ে দিতে চাচ্ছেন শান্ত। সম্প্রতি এমন গুঞ্জন বাতাসে ভাসছে। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শেষে টেস্ট অধিনায়ক হিসেবে আর দায়িত্বে থাকছেন না শান্ত- এমন খবর দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। এক প্রতিবেদনে তারা জানায়, শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের পরই দায়িত্ব ছাড়বেন শান্ত। ওই বিষয়টি নিয়ে সোমবার কথা বলেছেন শান্ত। ভক্ত-সমর্থকদের কাছে মাতামাতি না করারর অনুরোধও করে বসেছেন।

শান্তর ঘনিষ্টজন এমন একজনের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিছেন শান্ত। বাকি শুধু আনুষ্ঠানিকতার। বিসিবিকেও নাকি তিনি জানিয়ে দিয়েছেন। তবে শান্ত আজ কলম্বো টেস্ট সামনে রেখে অনুশীলনে এসে বলেছেন, এখনও তেমন কিছু ভাবেননি। কলম্বোতে অনুশীলনের আগে নেতৃত্ব ছাড়ার ইস্যুতে প্রশ্ন করা হলে, টাইগার কাপ্তান বলেছেন, ‘আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হচ্ছে হতে থাক। আমি এ বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। কারণ দুইদিন পরে টেস্ট ম্যাচ, টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই। টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই, একজন অধিনায়ক হিসেবে, একজন ব্যাটার হিসেবে। এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র শনিবার ক্রিকবাজকে জানায়, সম্প্রতি ঘটে যাওয়া নানা ঘটনার পর শান্ত নিজের সিদ্ধান্তে বেশ দৃঢ়। সূত্র বলছে, ‘আমার মনে হয় না শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের পর শান্ত অধিনায়কত্ব চালিয়ে যাবেন। ওকে অনেকদিন ধরে চিনি। ওর সঙ্গে যা ঘটেছে, তাতে ও খুব একটা খুশি নয়- এটাই আমার ধারণা।’ তবে শান্ত বলছেন, ‘এই মুহূর্তে এরকম কোনো কিছু প্লান নেই।’

একই সঙ্গে টাইগার অধিনায়ক সমর্থকদের মাতামাতি না করতে অনুরোধ করেছেন, ‘সবার কাছে একটা অনুরোধ থাকবে খুব বেশি আলোচনা সমালোচনা মাতামাতির দরকার নেই। খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট ম্যাচ সামনে আশা করব, এটা কীভাবে ভালো খেলা যায়- সেটা নিয়ে চিন্তা করতে।’

মূলত ওয়ানডে অধিনায়কত্ব থেকে কোনোরকম আলোচনা ছাড়াই সরিয়ে দেওয়ায় কষ্ট পেয়েছেন শান্ত। শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে সংবাদ সম্মেলনেও দলের পরিকল্পনা শুনিয়েছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত