ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

৭০ বছর পর টেস্ট ক্রিকেটে এমন কীর্তি

৭০ বছর পর টেস্ট ক্রিকেটে এমন কীর্তি

প্রতিপক্ষের মাঠে, ভিন্ন এক কন্ডিশনে, গ্যালারিতে প্রতিপক্ষের দর্শকের সামনে রান করা কিছুটা কষ্টকরই বটে। সেখানেই যদি দেওয়া হয় সেঞ্চুরির চ্যালেঞ্জ তবে যেকোনো ক্রিকেটারের জন্য কাজটা অনেকটাই কঠিন হয়ে উঠে। ভারতের জন্যও যেমন হয়েছে। হেডিংলি টেস্টের দুই ইনিংসেই ভারতের মিডল এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের রান তুলতে সংগ্রাম করতে হয়েছে। তবে এরমাঝেও ঠিকই বড় রকমের কীর্তি গড়ে ফেলেছে ভারতের ব্যাটিং ইউনিট। দুই ইনিংস মিলিয়ে ভারতীয় ব্যাটারদের কাছ থেকে এসেছে ৫ সেঞ্চুরি। সফরকারীদের মাঠে এক টেস্টে ৫ সেঞ্চুরি একেবারেই বিরল এক দৃশ্য। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে মাত্র দ্বিতীয় দেশ হিসেবে এমন কিছু করে দেখালো ভারত। এর আগে সবশেষ যা করেছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ১৯৫৫ সালে কিংস্টন টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট করতে নেমে এক ইনিংসেই আদায় করেছিল ৫ সেঞ্চুরি। প্রতিপক্ষের মাঠে ৫ সেঞ্চুরির ঘটনা সেটিই প্রথম। অজি ব্যাটারদের মধ্যে কলিন ম্যাকডোনাল্ড, কিথ মিলার, রন আর্চার ও রিচি বেনো করেছিলেন সেঞ্চুরি। অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছিল ইনিংস ব্যবধানে। এরপর সেই কীর্তিতে নাম তুললো ভারত। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল এবং ঋশাভ পান্ত পেয়েছিলেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে এসে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন কেএল রাহুল ও পান্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত