আড়াই দশক আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা-আইসিসির পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ। সে হিসেবে গতকাল ২৬ জুন ছিল ২৫ বছর পূর্তি, মানে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রজতজয়ন্তী। মাইলফলকের ২৫ বছর পূর্তিতে গত শনিবার থেকে চলছে বিসিবির আয়োজন। ঢাকার আগে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে হয়েছে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড টুর্নামেন্ট, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ধারাভাষ্য প্রতিযোগিতা, ‘হিট দ্য স্টাম্প’ চ্যালেঞ্জসহ নানান আয়োজন। গতকাল বৃহস্পতিবার ছিল মূল অনুষ্ঠান। এদিন টাইগারদের হয়ে প্রথম টেস্ট খেলা ক্রিকেটারদের সম্মাননা জানানো হয়। তাদের সবাইকে বিশেষ ব্লেজার পড়িয়ে দেওয়া হয়। সেই ব্লেজারে বুক পকেটের ওপর উৎকীর্ণ ২৫ বছর উদযাপনের লোগো। একে একে নাম ঘোষণা হচ্ছে আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গর্বিত এই ক্রিকেটারদের হাতে তুলে দিচ্ছেন সম্মাননা ক্রেস্ট এবং ফুলের তোড়া।
এরপর অভিষেক টেস্টের ক্রিকেটারদের নিয়ে কাটা হলো ২৫ পাউন্ড ওজনের বিশাল এক কেক। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে কেক খাইয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা। এভাবেই বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর উদযাপন হলো- মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের নর্থ প্লাজায়। ২০০০ সালের ২৬ জুন, লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় ১০ নম্বর দেশ হিসেবে টেস্ট খেলার মর্যাদা লাভ করে বাংলাদেশ। এরপর ১০ নভেম্বর প্রথম টেস্ট খেলতে নামে টাইগাররা। ঢাকায় বাংলাদেশের প্রথম টেস্টের প্রতিপক্ষ ছিল ভারত। টেস্ট মর্যাদা প্রাপ্তির দিন হিসেবে একে একে কেটে গেছে ২৫টি বছর। আজ সেই ঐতিহাসিক মাইলফলকের দিনের রজতজয়ন্তী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দিনটাকে বিশেষভাবে পালন করার চেষ্টা করেছে। আরও বেশ কয়েকদিন আগে থেকে ‘বাংলাদেশ, সেলিব্রেটিং ২৫ ইয়ার ইন টেস্ট ক্রিকেট’ শিরোনামে বিভাগীয় শহরগুলোতে নানা আয়োজনে রজতজয়ন্তী উদযাপন করে আসছিলো।