
ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টে জয় দিয়ে শিরোপা যাত্রা শুরু করেছে আনন্দ স্পোর্টিং ক্লাব। গতকাল শনিবার রাজধানীর কদমতলী জুরাইন মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় আনন্দ স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে ধোলাইপার ক্লাবকে হরিয়েছে। জয়ী দলের হয়ে আরাফাত তিনটি ও নয়ন দুই গোল করেন। দিনের আরেক ম্যাচে ওল্ড ঢাকা অরিওস ২-১ সোয়েব একাদশকে হারায়। জয়ী দলের হয়ে ইহান ও আফিম একটি করে গোল করেন।