ঢাকা রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ড্রয়ে বছর শেষ মোহামেডান কিংস, আবাহনীর

ড্রয়ে বছর শেষ মোহামেডান কিংস, আবাহনীর

বাংলাদেশ ফুটবল লিগের অষ্টম রাউন্ডে এসে পয়েন্ট খোয়াল বড় তিন দলই। ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান এবং সাবেক দুই চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ও কিংস। বড় দলের ড্রয়ের ফাঁদের দিনে অবশ্য জয়ের মুখ দেখেছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।

গতকাল শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই গোলের নেশায় খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের মাত্র পাঁচ মিনিটে রাকিব হোসেন গোল করে কিংসকে এগিয়ে দেন (১-০)। মিনিট ১১ পর এমানুয়েলের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা

(২-০)। কিন্তু মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের ঝড়ে গতি হারায় তারা। ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবাহনীর ব্যবধান কমান তিনি (১-২)। ৫১ মিনিটে তার গোলেই ম্যাচে সমতা আনে ঢাকার আকাশী-হলুদ শিবির (২-২)। তবে আবাহনীকে জয়বঞ্চিত এবং সুলেমান দিয়াবাতেকে হ্যাটট্রিক বঞ্চিত করেন কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকো। ৭০ মিনিটে পেনাল্টি থেকে দিয়াবাতের শট রুখে দেন তিনি। শেষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আবাহনীকে। এই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল কিংস। দশ পয়েন্ট নিয়ে পঞ্চস্থানে সমান ম্যাচ খেলা আকাশী হলুদরা। কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে মোহামেডান। ২৪ মিনিটে সলোমন কিংয়ের বাড়ানো বলে গোল করেন নেপালি ডিফেন্ডার অভিষেক লিম্বু (১-০)। ৬২ মিনিটে উজেবিকস্তানের মিডফিল্ডার মোজাফ্ফরভের পাস থেকে গোল করেন ঘানাইয়ান ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং (১-১)। শেষে সমতায় শেষ হয় ম্যাচটি। এ নিয়ে টানা তিন ম্যাচ জয়হীন বর্তমান চ্যাম্পিয়নয় সাদা কালোরা। আট ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে ষষ্ঠ স্থানে মোহামেডান, সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় রহমতহঞ্জ।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিজের ম্যাচটিও ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচে হিমেলের গোলে ব্রাদার্স প্রথমেই এগিয়ে যায়। ফর্টিজের পা ওমার পেনাল্টি থেকে ম্যাচে সমতা আনেন। এই ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ফর্টিজ দ্বিতীয় ও ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ব্রাদার্স। অন্যদিকে গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে পিডব্লুডিকে ২-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল। বেন ইব্রাহিম ও আরিয়ান হোসেনের গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফকিরেরপুল। ৫০ মিনিটে শিহাব মিয়া লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় তারা। শেষ দিকে মিনহাজুল স্বাধীন পেনাল্টি থেকে ব্যবধান কমায় পিডব্লুডি। শেষ পর্যন্ত দশ জনের ফকিরেরপুলই জয় নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে ফকিরেরপুল রেলিগেশন এড়িয়ে অষ্টম স্থানে। পিডব্লুডি ৭ পয়েন্টে নেমে নবম স্থানে। সবার তলানিতে আরামবাগ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত