ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বোর্ডের শীর্ষ কর্তাদের নির্দেশে বাদ মুস্তাফিজ

বোর্ডের শীর্ষ কর্তাদের নির্দেশে বাদ মুস্তাফিজ

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে কোনো আলোচনা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভায় হয়নি, এই বিষয়ে লিগের গভর্নিং কাউন্সিলের সঙ্গে কোনো আলোচনাও করা হয়নি। ভারতীয় গণমাধ?্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলেছে, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা। এর প্রতিক্রিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এর পাশাপাশি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ?্য মন্ত্রণালয়।

আইপিএলের সঙ্গে যুক্ত বিসিসিআয়ের একজন শীর্ষ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তারা জেনেছেন গণমাধ?্যমের খবরে। কোনো ধরনের আলোচনা হয়নি, তাদের কোনো পরামর্শও নেওয়া হয়নি। এই বিষয়ে মন্তব?্যরে জন?্য বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়ার সঙ্গে যোগাযোগ করে কোনো সাড়া পায়নি ইন্ডিয়ান এক্সপ্রেস।

সাইকিয়া গত শনিবার জানান, বাংলাদেশের পেসারকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছেন তারা। এর পরপরই কলকাতা দল খেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেওয়া পেসারকে তারা ছেড়ে দিয়েছে। এর তীব্র প্রতিক্রিয়া হয় বাংলাদেশে। আইপিএল হবে আগামী মার্চে। তার আগে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম তিন ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে, শেষ ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আগামী অগাস্টে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের। সিরিজ হওয়ার কথা ছিল গত বছর, তবে তা পিছিয়ে দেয় ভারত। বর্তমান পরিস্থিতিতে এই বছরও সিরিজটি ঝুলে গেছে নিশ্চিতভাবেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত