ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চেলসির নতুন কোচ রোসেনিয়ার

চেলসির নতুন কোচ রোসেনিয়ার

মৌখিকভাবে সম্মত হওয়ার কথা বলেছিলেন লিয়াম রোসেনিয়ার। এবার চুক্তির আনুষ্ঠানিক ঘোষণাও চলে এলো। চেলসির দায়িত্ব নিলেন এই ইংলিশ কোচ। দলের ছন্দহীন পারফরম্যান্সে নতুন বছরের প্রথম দিন চাকরি হারানো এন্টসো মারেস্কার স্থলাভিষিক্ত হলেন রোসেনিয়ার। প্রিমিয়ার লিগের ক্লাবটি গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ৪১ বছর বয়সী এই কোচকে নিয়োগ দেওয়ার কথা জানায়। ২০৩২ সাল পর্যন্ত কাজ করবেন তিনি।

ডার্বি কাউন্টি ও হাল সিটিকে কোচিং করানোর পর, ২০২৪ সালের জুলাই মাসে স্ত্রাসবুরের দায়িত্ব নেন রোসেনিয়ার। সেখানে প্রথম মৌসুমেই তার হাত ধরে ১৯ বছরের মধ্যে প্রথমবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে ফরাসি ক্লাবটি। এবার রোসেনিয়ারের সামনে নতুন ও কঠিন চ্যালেঞ্জ।

প্রিমিয়ার লিগে সাত ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের পর, গত বৃহস্পতিবার মারেস্কার সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় চেলসি। কোনো প্রধান কোচ ছাড়াই গত রোববার লিগ ম্যাচে শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ করে করে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত