ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার স্মরণে বিসিবির দোয়া মাহফিল

খালেদা জিয়ার স্মরণে বিসিবির দোয়া মাহফিল

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ডাইনিং হলে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত এবং তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এতে বিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও জাতীয় ও ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা, সাবেক ও বর্তমান ক্রীড়া সংগঠক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতেই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে গত ৩০ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ ও সম্মান জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একদিনের জন্য সব ধরনের ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত