
টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচ হতে যাচ্ছে আজ। বেলা ৩টায় পল্টনস্থ শহিদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে পঞ্চগড় ও ঢাকা।
এর আগে দুপুর ১টায় তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী খেলায় কুষ্টিয়া খেলবে যশোরের বিপক্ষে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে তানভির কনস্ট্রাকশন লিমিটেড (টিসিএল)। গতকাল বুধবার প্রতিযোগিতার চতুর্থ দিনে একপেশে প্রথম সেমিফাইনালে পঞ্চগড় ৩৭-১৮ গোলে হারিয়েছে যশোরকে। প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিল ১৭-৬ গোলে। দ্বিতীয় সেমিফাইনালে কষ্টার্জিত জয় পেয়েছে ঢাকা।
প্রথমার্ধের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ঢাকা ৩৫-২৯ গোলে হারিয়েছে কুষ্টিয়াকে। প্রথমার্ধে বিজয়ী দল ১৭-১৫ গোলে এগিয়ে ছিল।