ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর্স কোর্স সমাপ্ত

স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর্স কোর্স সমাপ্ত

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ব্যবস্থপনায় এবং আর্ন্তজাতিক অলিম্পিক কমিটির (আইওসি) পৃষ্ঠপোষকতায় আয়োজিত চার দিনব্যাপী স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেটর্স কোর্স শেষ হয়েছে। গত ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া অলিম্পিক সলিডারিটির আওতাধীণ এই কোর্সে অলিম্পিক ও নন-অলিম্পিকভুক্ত বিভিন্ন জাতীয় ফেডারেশন, মাল্টি স্পোর্টস এসোসিয়েশন এবং বিকেএসপি হতে মোট ২৮ জন প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠক অংশগ্রহণ করেছেন।

এই কোর্সে ক্রীড়া কর্মকাণ্ড পরিচালনায় অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

কোর্সে অলিম্পিক আন্দোলন ও অলিম্পিজমের মূল্যবোধের উপরও আলোচনা হয়। অংশগ্রহণকারীরা কোর্স চলাকালিন নির্ধারিত বিষয়ে আলোচিত জ্ঞানের আলোকে গ্রুপভিত্তিক প্রেজেন্টেশন প্রদান করেন। কোর্সটি পরিচালনা করেন- বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের জাতীয় কোর্স পরিচালক মো. মোশারফ হোসেন মোল্লা, ফারুকুল ইসলাম ও কাজী মইনুজ্জামান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত