
প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসার। গতকাল সোমবার শহিদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চার দিনব্যাপী খেলা শেষে ছয়টি করে স্বর্ণ, পাঁচটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ জিতে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে এই দুই সার্ভিসেস দল। একটি করে স্বর্ণ ও রুপা এবং আটটি ব্রোঞ্জ জিতে প্রথম রানার্সআপ হয় বাংলাদেশ সেনাবাহিনী। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির।
এবারের টুর্নামেন্টে বাংলাদেশ নৌবাহিনী, আনসার ভিডিপি ও সেনাবাহিনীর দলে মোট ২৪ জন করে খেলোয়াড় টুর্নামেন্টিতে অংশ নিয়েছে। এছাড়া ১৮টি ক্লাব থেকে আরও অংশ নেন ২৫০ জন ফেন্সার। তবে ৪ দিনব্যাপী চলা এই টুর্নামেন্টে তিন বাহিনীর দলের তুলনায় পিছিয়ে আছে ক্লাবের ফেন্সাররা। যদিও বিষয়টিকে পজিটিভভাবেই দেখছেন কম্পিটিশনের টেকনিক্যাল ডিরেক্টর মেহেদী হাসান। তার কথা, ‘এই টুর্নামেন্টটা একটা সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে বাহিনীর বাইরে আরও খেলোয়াড় তৈরির।