ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মওলানা কাজী আবু হোরায়রা রচিত তিনটি ব্যতিক্রমী বই

ফারহান হাসনাত
মওলানা কাজী আবু হোরায়রা রচিত তিনটি ব্যতিক্রমী বই

দিবা-রাত্রি নেক আমল ও দোয়া-মুনাজাত

লেখক : মাওলানা কাজী আবু হোরায়রা

প্রকাশক : রওশান প্রিন্টার্স এন্ড ট্রেডার্স

মুদ্রিত মূল্য : ১৫০

পৃষ্ঠা : ১৩৮

মাওলানা কাজর আবু হোরায়রার রচিত দিবা-রাত্রি নেক আমল ও দোয়া-মোনাজাত বইটি একজন মুসলমানের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আমল, দোয়া ও মোনাজাতের এক চমৎকার সংকলন। আমরা প্রতিদিন নানা বাস্তবতার সম্মুখীন হই- বিশেষ করে করণীয় ও বর্জনীয় বিষয়ে অনেক সময় ভালোভাবে অবগত না থাকার ফলে আমাদের অনেক কাজই ভুলভাবে সম্পাদিত হয়। এই বইটিতে সে ঘাটতিটুকু পূরণ করতে লেখক যথেষ্ট আন্তরিক প্রয়াস চালিয়েছেন।

বইটিতে দোয়া, মোনাজাত, জিকির, তাসবিহ, ইসতেগফারসহ প্রতিটি বিষয়ের পূর্ণাঙ্গ ও প্রাঞ্জল বর্ণনা রয়েছে। লেখক দোয়াগুলোর গুরুত্ব ও ফজিলত তুলে ধরেছেন সহজবোধ্য ভাষায়, যা পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিটি দোয়া আরবি ইবারতসহ উপস্থাপন করা হয়েছে- ফলে পাঠক শুধু দোয়া পড়তে পারবেন না, বরং তা মুখস্থ করতেও সহজ হবে। যেহেতু এই দোয়াগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগযোগ্য, তাই এগুলো মুখস্থ করে নেওয়া অধিক উপকারী হবে। সব মিলিয়ে বলা যায়, এই বইটি একজন সচেতন মুসলমানের নিত্যসঙ্গী হয়ে উঠতে পারে। পাঠক বইটি পাঠের মাধ্যমে নতুন নতুন দোয়া শিখতে পারবেন এবং নিজের আমলনামাকে সমৃদ্ধ করতে পারবেন ইনশাআল্লাহ।

মরহুম কাজী মিয়াজী ও তাঁর বংশধরদের সংক্ষিপ্ত ইতিহাস

লেখক : মাওলানা কাজী আবু হোরায়রা

প্রকাশক : কাজী ফাউন্ডেশন

হাদিয়া : সৌজন্যে

পৃষ্ঠা : ৭৯

মাওলানা কাজী আবু হোরায়রার রচিত মরহুম কাজী মিয়াজী ও তাঁর বংশধরদের সংক্ষিপ্ত ইতিহাস বইটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল, যেখানে তিনি মিয়াজী পরিবারের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় জীবনধারার একটি সুসংহত বিবরণ তুলে ধরেছেন। বইটিতে মিয়াজী বাড়ির পূর্বপুরুষদের ধার্মিকতা, আধ্যাত্মিকতা এবং কারামাতঘটিত বিভিন্ন ঘটনা পাঠককে বিস্মিত করে। পাশাপাশি তিনি এই বংশের মহানুভবতা, সাহসিকতা ও তেজস্বী অতীতকে চমৎকারভাবে চিত্রায়িত করেছেন।

বইয়ের বিভিন্ন অংশে মিয়াজী পরিবারের দান-দক্ষিণা, মসজিদ ও মাদরাসায় ওয়াকফকৃত সম্পত্তি এবং জনকল্যাণমুখী নানা কর্মকাণ্ডের বিবরণ উঠে এসেছে। লেখক পূর্বপুরুষদের নাম, পরিচয় এবং তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ অবদান অত্যন্ত যত্নসহকারে উপস্থাপন করেছেন। ফলে পাঠক শুধু ইতিহাস জানবেন না, বরং একটি আলোকোজ্জ্বল পারিবারিক ধারা ও মূল্যবোধের সাথেও পরিচিত হবেন। বইটির শেষাংশে লেখক কাজী পরিবারের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ তুলে ধরেছেন। উল্লেখ করেছেন ওয়াকফকৃত সম্পত্তির তালিকা এবং তার ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো। বিশেষভাবে প্রণিধানযোগ্য বিষয় হলো- তিনি কাজী ফাউন্ডেশন নামে একটি সমাজসেবামূলক সংগঠনের কথাও উল্লেখ করেছেন, যার গঠনতন্ত্র ও কাঠামো বইতে সংযুক্ত রয়েছে। সার্বিকভাবে এই বইটি শুধু একটি পারিবারিক ইতিহাস নয়- বরং এটি একটি সমাজ, একটি ঐতিহ্য এবং একটি দায়িত্বশীল উত্তরাধিকার সংরক্ষণের দলিল। পাঠকদের জন্য এটি একটি শিক্ষণীয়, অনুপ্রেরণাদায়ী এবং তথ্যসমৃদ্ধ গ্রন্থ।

বই পর্যালোচনা : আলোর সন্ধানে

লেখক : মাওলানা কাজী আবু হোরায়রা

প্রকাশক : রওশান প্রিন্টার্স এন্ড ট্রেডার্স

হাদিয়া : ৮.০০ ডলার

পৃষ্ঠা : ৫৩৩

মাওলানা কাজী আবু হোরায়রার রচিত আলোর সন্ধানে মূলত একটি প্রবন্ধ সংকলন, যেখানে লেখকের বহুবিচিত্র চিন্তাধারা, জীবনবোধ ও ধর্মীয় উপলব্ধির সমন্বয় ঘটেছে। তিনি জীবনের বিভিন্ন পর্যায়ে পত্র-পত্রিকা, টেলিভিশন সাক্ষাৎকার, সেমিনার ও সভা-সাংবাদিকতায় যেসব বক্তব্য রেখেছেন কিংবা প্রবন্ধ লিখেছেন, সেসবের একটি মৌলিক ও সংহত রূপ হলো এই বই- আলোর সন্ধানে আমার প্রবন্ধ সমগ্র। এই সংকলনটিকে ‘পাঁচমিশালি’ বলা চলে। কেননা, এতে নানা বিষয়ের ওপর প্রবন্ধ স্থান পেয়েছে। আমল ও আখলাক, দোয়া ও ইবাদত, নামাজ, রোজা, হজ ও জাকাতের গুরুত্ব, পাশাপাশি ফিকহের নানান মাসআলা-মাসায়েল নিয়ে লেখকের বিশ্লেষণ পাঠককে চিন্তাশীল করে তোলে। তাছাড়া, বইটিতে ইসলামি রাজনীতি ও অর্থনীতি, স্বাস্থ্যনীতি ও শিক্ষানীতি, উম্মাহর ঐক্য, নবী-রাসুলদের জীবনচরিত এবং সাহাবায়েকেরাম, তাবেয়ী, তাবে-তাবেয়ি ও মুসলিম মনীষীদের জীবনী নিয়েও সুচিন্তিত আলোচনা রয়েছে। প্রতিটি প্রবন্ধে লেখক অত্যন্ত সহজ ভাষায় বিষয়গুলো উপস্থাপন করেছেন, যাতে সাধারণ পাঠকও তা সহজে গ্রহণ করতে পারেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত