ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আমল

ভ্রমণের দোয়া

ভ্রমণের দোয়া

ভ্রমণ বা ঘোরাফেরা পছন্দ করেন না- এমন মানুষ পৃথিবীতে খুব কম আছে। পৃথিবীর আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আল্লাহর নেয়ামতকে স্বচক্ষে দেখতে মানুষ প্রতিনিয়ত ভ্রমণ করে। পরিবার-পরিজন নিয়েও অনেকে ঘুরতে যায়, আত্মীয়-স্বজনের বাড়ি যায়। তবে সবাই প্রার্থনা করে নিরপদ ভ্রমণ। নিরাপদে ঘরে ফেরা। আল্লাহর রাসুল (সা.) নিরপদ ভ্রমণের জন্য কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। এখানে তা তুলে ধরা হলো-

ঘর থেকে বের হওয়ার দোয়া

বাংলা উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, ওয়া লা হাওলা ওয়া লা কুউওয়াতা ইল্লা বিল্লাহ।

বাংলা অর্থ : আল্লাহর নামে বের হচ্ছি এবং আল্লাহর ওপরই ভরসা করছি। আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই। (আবু দাউদ : ৫০৯৫)।

যানবাহনে ওঠার দোয়া

বাংলা উচ্চারণ : বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাজি সাখখারা লানা হাজা, ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুন কালিবুন।

বাংলা অর্থ : আল্লাহর নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু ও অশেষ করুণাময়। তিনি পুতপবিত্র ওই সত্তা, যিনি বাহনকে আমার অধীন করে দিয়েছেন। আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না। অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী।

নৌকা, স্টিমার ও লঞ্চে আরোহণের দোয়া

বাংলা উচ্চারণ : বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লা গাফুরুর রহিম।

বাংলা অর্থ : পবিত্র আল্লাহর নামেই গতি ও স্থিতি। নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। (সুরা হুদ : ৪১)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত