ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা আজ (৩ ফেব্রুয়ারি)। সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে সারাদেশের মতো রাজবাড়ীতেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।

শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সাদা রাজহাঁসে চড়ে দেবী সরস্বতী পৃথিবীতে আসেন এবং জ্ঞান, সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে দেন। প্রতি বছর পঞ্চমী তিথিতে আয়োজিত এ পূজায় শিক্ষার্থীরা দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে জ্ঞান অর্জনের আশায় প্রার্থনা করেন।

রাজবাড়ীর সরকারি কলেজ, আদর্শ মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে পূজা উদযাপিত হচ্ছে।

সরস্বতী পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আবহ বিরাজ করছে। পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জাসহ ভক্তরা দেবীর চরণে প্রণতি জানিয়ে বিদ্যা ও জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করার প্রার্থনা করছেন।

সরস্বতী পূজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত