ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে জ্বালানি নীতি সংস্কারের দাবিতে মানববন্ধন

রংপুরে জ্বালানি নীতি সংস্কারের দাবিতে মানববন্ধন

টেকসই নবায়নযোগ্য ভবিষ্যতের জন্য জ্বালানি নীতির সংস্কারের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণকারীরা ব্যানার উত্তোলন ও স্লোগানের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের অভাব, নীতির অসঙ্গতি এবং পুরোনো অবকাঠামোর মতো সমস্যা তুলে ধরেন।

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্য অর্জনে রংপুর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে পরিচ্ছন্ন জ্বালানির গ্রহণযোগ্যতাকে বাধাগ্রস্ত করা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করা হচ্ছে। উন্নয়ন সংস্থা-এর নেতৃত্বে এবং কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট-এর সহযোগিতায় পরিচালিত এই উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানির পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে। আন্দোলনকারীরা জ্বালানি নীতি সংস্কারের দাবি জানিয়ে টেকসই জ্বালানি পরিবর্তনকে ত্বরান্বিত করার আহ্বান জানান।

বাংলাদেশ যখন জাতীয় পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার জরুরি চাহিদার মুখোমুখি, তখন ধীর অনুমোদন প্রক্রিয়া, সীমিত অর্থায়ন, পুরোনো অবকাঠামো এবং অপর্যাপ্ত নীতিগত কাঠামোর মতো বাধাগুলো অগ্রগতিকে ব্যাহত করছে। বিদ্যমান ট্যারিফ কাঠামো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে, ফলে অনেক প্রকল্প আর্থিকভাবে টিকে থাকার মতো অবস্থায় নেই। এই আন্দোলন শুধুমাত্র এসব চ্যালেঞ্জকে সামনে আনছে না, বরং নবায়নযোগ্য জ্বালানিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপের প্রস্তাব দিচ্ছে।

প্রতিবাদকারীরা নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পগুলোর অনুমোদন প্রক্রিয়া দ্রুততর করতে একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম তৈরির দাবি জানিয়েছেন, যা প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করবে। তারা স্মার্ট গ্রিড ও নেট এনার্জি মিটারিং প্রযুক্তি সংযুক্ত করার ওপর জোর দিচ্ছেন, যাতে সৌর ও বায়ু শক্তির মতো নবায়নযোগ্য উৎসগুলো সহজেই জাতীয় গ্রিডের সঙ্গে একীভূত হতে পারে। এছাড়াও, জাতীয় জ্বালানি বাজেটের একটি বড় অংশ নবায়নযোগ্য জ্বালানির জন্য বরাদ্দ করা এবং ব্যাংকগুলোকে তাদের অর্থায়নের একটি অংশ নবায়নযোগ্য প্রকল্পে বিনিয়োগের জন্য উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও, নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জামের আমদানি শুল্ক হ্রাস এবং "বিদ্যুৎ নেই, বিলও নেই" নীতির বাস্তবায়ন নিশ্চিত করাও আন্দোলনের অন্যতম প্রধান দাবি।

মানববন্ধনে অংশগ্রহণকারী সুবল চন্দ্র বলেন, "এই উদ্যোগ কেবল পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য নয়, এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলার জন্যও গুরুত্বপূর্ণ।"

ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আতিক শাহারিয়া বলেন, "রংপুর এবং বাংলাদেশের অন্যান্য গ্রামীণ অঞ্চলগুলো জলবায়ু পরিবর্তনের ফলে বড় চ্যালেঞ্জের মুখে। এই আন্দোলন নিশ্চিত করবে যে নবায়নযোগ্য জ্বালানি সমাধানগুলো এসব অঞ্চলের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে এবং স্থিতিশীল সম্প্রদায় গড়ে তুলতে সহায়তা করবে।"

জ্বালানি নীতি,সংস্কার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত