একদিনের ব্যবধানে চট্টগ্রামের পটিয়ায় আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন মা-ছেলেসহ দুইজন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের শ্রীমতি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মৃত সাধন চন্দের পুত্র উজ্জ্বল চন্দ (৪২) ও তার মা সন্ধ্যা রাণী চন্দ (৭৬)। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেছেন। একই রাতে লোকনাথ মন্দির ও বিটন চন্দ নামে একব্যক্তির দোকানের মালামালও লুট করে নিয়ে যায়।
জানা গেছে, উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডটি এ ইউনিয়নের দক্ষিণ প্রান্তে। শুক্রবার দিবাগত রাতে ১০-১৫ জনের অস্ত্রধারী ডাকাতদল হানা দিয়ে দোকান, মন্দির ও ঘরে গণডাকাতি করে। এসময় চিৎকার করায় ছেলে ও মাকে মারধর করে রক্তাক্ত করে। ডাকাতদল বৃদ্ধার কানের দুল ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।
হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার কৃষ্ণ কুমার চন্দ ও শিক্ষক সুধীর চৌধুরী সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন।
কৃষ্ণ চন্দ জানান, ডাকাতদল গভীর রাতে হানা দিয়ে তাদের এলাকার মন্দির, দোকান ও একজনের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল দুইজনকে মারধর করেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগের দিন বুধবার দিবাগত রাতে একই কায়দায় গণডাকাতির ঘটনা ঘটে।