রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের পাশে দাঁড়িয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
সোমবার (১০ মার্চ) বিকেল ৩টায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা প্রদান করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম (পিএসসি)। প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা ও ৪টি করে কম্বল প্রদান করা হয়।
এসময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর নোমান আল ফারুকসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিজিবির এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা লাঘব করবে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।