ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রমজান মাসে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিজাত পণ্যের সঙ্গে গরু, ছাগলের মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের অন্যান্য স্থানে মূল্যবৃদ্ধির মধ্যেও ঈশ্বরগঞ্জে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে।
আজ (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে সুলভ মূল্যের অস্থায়ী বাজার বসানো হয়। স্থানীয় রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলোর সহায়তায় গরুর মাংসসহ অন্যান্য পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়। এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ এর উদ্বোধন করেন।
ভোর থেকে শুরু হওয়া গরু জবাইসহ অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম তদারকি করেন ইউএনও মো. এরশাদুল আহমেদ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. হারুন-অর-রশিদ হারুন। বাজার করতে আসা স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান সবুজ বলেন, “ইউএনও স্যারের এই উদ্যোগে বাজার মূল্য নিয়ন্ত্রণে এসেছে। সুন্দর এই আয়োজনের জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।”
সুলভ মূল্যের হাঁটে দোকান বসানো স্নাতক ফোরাম সংগঠনের সদস্য সচিব মো. জাহাঙ্গীর জানান, রমজানের শুরুতে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণহীন ছিল। তবে প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যের হাঁট প্রতিষ্ঠিত হওয়ায় বাজার সিন্ডিকেট ভাঙতে শুরু করেছে এবং সাধারণ মানুষের সুবিধা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ বলেন, “বাজার সিন্ডিকেটের কারণে দেশে নিত্য পণ্যের দাম বেড়েছে, ঈশ্বরগঞ্জেও এর প্রভাব পড়েছিল। তাই সুলভ মূল্যের হাঁট চালু করা হয়েছে, যাতে সাধারণ মানুষ রমজানে ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।”