চাঁদপুর জেলায় ৯১টি ইটভাটার মধ্যে ৪১টি অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসনের অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলায় গত দুই দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার মেসার্স টুগবি ব্রিক ফিল্ড, ভঙ্গেরগাঁও ব্রিক ফিল্ড এবং মানিকরাজ ব্রিক ফিল্ডে অভিযান চালানো হয়। এরপর সোমবার (১০ মার্চ) দুপুরে মেসার্স মহসিন এন্ড ইমাম ব্রিক ফিল্ড, মেসার্স আয়েশা ব্রিক ফিল্ড ও মেসার্স খাদিজা ব্রিক ফিল্ডে অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় বুলডোজার দিয়ে এসব ইটভাটা ভেঙে ফেলা হয় এবং দমকল বাহিনী পানি ছিটিয়ে চুল্লির আগুন নিভিয়ে দেয়।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার বলেন, "উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসক কঠোর ব্যবস্থা নিতে বলেছেন। যারা প্রশাসনের নির্দেশনা মানছে না, তাদের ইটভাটা ধ্বংস করা হচ্ছে এবং এ অভিযান চলবে।"
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, "উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা অবৈধ ইটভাটা বন্ধে কাজ শুরু করেছি। ইতোমধ্যে জেলা প্রশাসক মালিকদের সঙ্গে বৈঠক করে অবৈধ ভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন। কিন্তু যারা তা মানছে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, "জনবসতি, স্কুল-কলেজের পাশে থাকা ইটভাটাগুলো পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। সরকার আমাদের নির্দেশ দিয়েছে এগুলো বন্ধ করতে। মালিকদের বারবার সতর্ক করা হলেও তারা কর্ণপাত করেননি।"
তিনি আরও জানান, "উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১৭ মার্চের মধ্যে জেলার সব অবৈধ ও লাইসেন্সবিহীন ইটভাটা গুড়িয়ে দেওয়া হবে।"
অভিযানে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, জেলা পুলিশসহ বিভিন্ন প্রশাসনিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।