ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণকারী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণকারী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবক মো. রাসেল (১৯) কে গ্রেফতার করেছে র‍্যাব। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে কেরানীগঞ্জ থেকে আটক করা হয়।

বুধবার (১২ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এর আগে, একই দিন ভোররাতে কেরানীগঞ্জের বনগাঁও এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে র‍্যাব-৪ সিপিসি-২ এবং র‍্যাব-১০, সদর কোম্পানি।

র‍্যাব জানায়, গত ২৮ ফেব্রুয়ারি আসামি মো. রাসেল (১৯) বাদীর বাড়িতে বেড়াতে আসে। আসামি সম্পর্কে শিশুটির চাচা এবং বাদীর মামাতো ভাই। বাদী ও তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করেন এবং তাদের আট বছর বয়সী কন্যা স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করে।

১১ মার্চ আশুলিয়া থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, ১০ মার্চ সকাল ৭টার দিকে আশুলিয়া থানার কাইচ্চাবাড়ী এলাকার মোল্লা ৪র্থ তলা বিল্ডিংয়ের ২য় তলায় ৭৭৬ নম্বর কক্ষে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় রাসেল। এরপর শিশুটির বাবা আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

র‍্যাব-৪-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, জঘন্য এই শিশু ধর্ষক কেরানীগঞ্জ থানার বনগ্রাম এলাকায় আত্মগোপন করেছে। পরে র‍্যাব-৪ সিপিসি-২ এবং র‍্যাব-১০ সদর কোম্পানি যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।"

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতার,অভিযুক্ত,যুবক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত