মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর খবরে চলছে শোকের মাতম।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
আছিয়ার মৃত্যুর খবরে ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকাবাসী শোকাহত হয়ে পড়ে। পরিবার ও স্বজনদের কান্নায় এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়। বিকেলে আছিয়ার মৃতদেহ হেলিকপ্টারে করে মাগুরায় পৌঁছালে নোমানী ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষ অংশ নেন।
এদিকে, আছিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও সাধারণ জনতা মাগুরা শহরের ভায়না মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তারা ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে স্লোগান দেয়। সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছিয়ার মরদেহ তার নিজ গ্রামে নেওয়া হয়। তারাবির নামাজের পর সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।