মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় টিকটকে পরিচয়ে দেখা করতে এসে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছরের এক কিশোরী। এ ঘটনায় অভিযুক্ত কিশোর মো. রিফাতকে (১৬) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত ১২ টার দিকে কিশোরী ধর্ষণের ঘটনায় সদর থানায় মামলা রুজু করা হয়েছে। এরআগে অভিযোগ পেয়ে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।
কিশোর রিফাত হাটলক্ষীগঞ্জ এলাকার জামাল সরকারের ছেলে। ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি নারায়ণগঞ্জের ভুলতা এলাকায়।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বেশ কয়েকদিন আগে কিশোর ও কিশোরীর মধ্যে টিকটকে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্রে কয়েকদিন আগেওই কিশোরী নারায়ণগঞ্জ থেকে টিকটক করতে মুন্সীগঞ্জ শহরে এসেছিল। তবে গত রবিবার দ্বিতীয় দফায় মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় আসে ওই কিশোরী। ওইদিন দিনগত রাতে কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে যায় কিশোর রিফাত। আর সেই রাতেই মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় কিশোরীকে ধর্ষণ করে।
এ ঘটনায় সদর থানায় সোমবার রাতে লিখিত অভিযোগ দায়ের করে কিশোরী। অভিযোগের প্রেক্ষিতে কিশোর রিফাতকে পুলিশ গ্রেপ্তার ও মামলা রুজু করে।
মঙ্গলবার (২০ মে) ডাক্তারি পরীক্ষা করার জন্য কিশোরীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়।