মুন্সীগঞ্জ বিএডিসি'র বীজ ডিলারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী জেলার টঙ্গিবাড়ী উপজেলার পোড়া বাজার এলাকায় বিএডিসির হিমাগারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে জেলার ৬টি উপজেলা থেকে বিএডিসির ১৫০ জন বীজ ডিলার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ডিলারদের মধ্যে ২০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। সর্বোচ্চ নম্বর পাওয়া তিনজনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিএডিসি'র ঢাকা অঞ্চলের উপপরিচালক (বীজ) ড. মো. আকিকুল ইসলাম এর সভাপতিত্বে ও মুন্সিগঞ্জ বিএডিসির সহকারী পরিচালক (বীজ) দেব প্রসাদ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির ঢাকা অঞ্চলের যুগ্ম পরিচালক (বীজ) ড. মো. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত, মুন্সিগঞ্জ বীজ প্রত্যায়ন অফিসার মো. গোলাম হাসান মজুমদার, টঙ্গিবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, মুন্সিগঞ্জের আলু বীজ হিমাগারের উপ-পরিচালক ইন্দ্রজিৎ চন্দ্র শীল, বিএডিসির মুন্সিগঞ্জ জেলার আহ্বায়ক মোতাহার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সকল ডিলারকে একটি করে ব্যাগ ও ১০০০ টাকা করে প্রদান করা হয়।