ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে খেলাফত মজলিস প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

মানিকগঞ্জে খেলাফত মজলিস প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ

ত্রয়োদশ (১৩তম) জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের একাংশ) আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহউদ্দিন।

বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে মানিকগঞ্জের জেলা কার্যালয় থেকে শুরু হয়ে মোটরসাইকেলের বহরটি সিংগাইর বাসস্ট্যান্ড, উপজেলা চত্বরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

এসময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহউদ্দিন নিজে মোটরসাইকেলের বহরের নেতৃত্ব দেন এবং পথিমধ্যে স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন।

প্রচারণা চলাকালে খেলাফত মজলিসের প্রার্থীর পরিচয় সম্বলিত ‘বিভেদ নয় ঐক্য চাই, কল্যাণমূলক রাষ্ট্র চাই’ স্লোগানযুক্ত লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগের সময় সিংগাইর বাসস্ট্যান্ড, উপজেলা চত্বর এবং বাজার মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন শেখ মোহাম্মদ সালাহউদ্দিন।

তার বক্তব্যে মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহউদ্দিন খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীককে 'জনগণের প্রতীক' হিসেবে আখ্যায়িত করেন। তিনি নির্বাচিত হলে ইসলামিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা, জনসাধারণের কল্যাণ সাধন, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ করাসহ জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রায় খেলাফত মজলিসের জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসা-মসজিদের শিক্ষক-ইমামসহ প্রায় কয়েক শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানিকগঞ্জ,খেলাফত মজলিস,গণসংযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত