যমুনা বিধৌত সিরাজগঞ্জের দ‚র্গম চরাঞ্চল চৌহালী উপজেলাকে প্রাথমিক শিক্ষায় স্কুল ফিডিং কর্মস‚চিতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে স্বার্থ সংরক্ষণ পরিষদ। এ মাববন্ধনে বক্তব্য রাখেন, ওই সংগঠনের আহŸায়ক মানবাধিকার কর্মী এ্যাডঃ শহিদুল ইসলাম, সদস্য সচিব হান্নান মোর্শেদ রতন, বিএনপি নেতা আনিস শিকদার, সাইফুল ইসলাম, শহীদুর রহমান শহীদ ও ছাত্রদল নেতা সানোয়ার শিকদার প্রমুখ।
বক্তারা বলেন, যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা দেশের সবচেয়ে দুর্গম চরাঞ্চল এলাকা হিসেবে পরিচিত। দুর্গম উপজেলা হিসেবে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ দ‚র্গম ভাতা পেয়ে আসছে। এক যুগ ধরে ওই উপজেলার প্রাথমিক শিক্ষার্থীরা স্কুল ফিডিং কর্মস‚চির সুবিধা পেয়ে আসছিল। গত ২২ জুন স্কুল ফিডিং কর্মস‚চির নতুন প্রজ্ঞাপনে চৌহালী উপজেলার নাম ষড়যন্ত্রম‚লকভাবে বাদ দেয়া হয়েছে। ভাঙ্গন কবলিত দুর্গম চৌহালী উপজেলাকে স্কুল ফিডিং কর্মস‚চিতে অন্তর্ভুক্ত করে নতুন করে প্রজ্ঞাপন জারি করতে হবে। না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দেন বক্তারা