ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

লাউয়াছড়ায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লাউয়াছড়ায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

"প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়" এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জুন) দুপুর ১২টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটক থেকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে একটি র‌্যালি বের হয়ে জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয় সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনা বেগমের সভাপতিত্বে ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফজুুল কবির, ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম চৌধুরী, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, বৃহত্তর আদিবাসী ফোরামের কো- চেয়ারপার্সন জিডিসর প্রধান সুচিয়াং, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, পিপলস্ ফোরামের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ দূষণ রক্ষায় প্লাস্টিক বর্জনের পাশাপাশি প্লাস্টিক উৎপাদন হ্রাসের আহ্বান জানান। বক্তারা বলেন, পরিবেশ প্রাণ-প্রকৃতি রক্ষায় জনসচেতনতার পাশাপাশি আমাদেরকে আরও সচেতন হতে হবে। প্লাস্টিক ব্যবহারে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মধ্যে পড়ে তাই এটি বর্জন করতে হবে।

এসময় বন বিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সিএমসি'র সদস্য ও সিপিজি'র সদস্যরা উপস্থিত ছিলেন। পরে লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

পরিবেশ দিবস,র‌্যালি,আলোচনা সভা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত