ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ছাত্রলীগের ক্যাডাররা গ্রামবাসীদের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করেছে: চবি উপ-উপাচার্য

ছাত্রলীগের ক্যাডাররা গ্রামবাসীদের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করেছে: চবি উপ-উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে। গতকাল (শনিবার) মধ্যরাতে প্রথম দফায় এই সংঘর্ষের সূত্রপাত হয়, এরপর আজ রোববার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে সমাঝোতা করতে গেলে আবারও সংঘর্ষ শুরু হয়।

চবি উপ-উপাচার্যের দাবি, ছাত্রলীগের একদল ক্যাডার স্থানীয় গ্রামবাসীদের ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এতে পরিস্থিতি মারাত্মক উত্তপ্ত হয়ে ওঠে।

জানা গেছে, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টরসহ অন্তত ৭০ জন আহত হয়েছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্বসীমা থেকে পূর্বদিকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয়পাশে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আগামীকাল (১ সেস্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এই ১৪৪ ধারা জারি থাকবে। রোববার (৩১ আগস্ট) দুপুর ২টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,চবি,ছাত্রলীগ,হামলা,সংঘর্ষ,উপ-উপাচার্য
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত