ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নোবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তা লাউঞ্জের কার্যক্রম শুরু

নোবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তা লাউঞ্জের কার্যক্রম শুরু

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘শিক্ষক ও কর্মকর্তা লাউঞ্জ’ এর কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ ক্যাডেট সার্জেন্ট রুমী ভবনের দ্বিতীয় তলায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এ লাউঞ্জের কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং লাউঞ্জ পরিচালনার সঙ্গে যুক্তদের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত মূল্যে গুণগত মান বজায় রেখে খাবার পরিবেশনের আহ্বান জানান।

এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ), শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, লাউঞ্জটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র যে কোনো ধরনের সেমিনার, ওয়ার্কশপ ও সভায় খাবার সরবরাহ এবং বিশ্ববিদ্যালয় ও হল সমূহের বিভিন্ন ইভেন্টের খাবারের জন্য এর ক্যাটারারের সহযোগিতা গ্রহণ করা যাবে।

নোবিপ্রবি,লাউঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত