ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাড়ে ১৪ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের মহা-ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশার ঘনত্ব কমে আসা ও নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় শনিবার সকাল ৯টা ৪০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহা-ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই ফেরিগুলো দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসছে। বর্তমানে দৌলতদিয়া ঘাটে কোনো ফেরি অপেক্ষমাণ নেই।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। এতে চালক, সহকারী ও যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজট স্বাভাবিক হতে শুরু করেছে। এতে নৌরুট ব্যবহারকারী যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

দৌলতদিয়া-পাটুরিয়া রুট,ফেরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত