
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ঢল নেমেছে রাস্তায়। ধানের শীষের জোয়ার শুরু হয়ে গেছে। মানুষ দীর্ঘদিন ধরে এর জন্য অপেক্ষা করছিল। সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। আজ জনগণ বিএনপির সেই ত্যাগের প্রতিদান দিচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নগরের কদমতলী এলাকা থেকে গণসংযোগ শুরুর সময় তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে তিনি কদমতলী মোড়, মাদারবাড়ি ডিটি রোড, দুই নম্বর গলি, জুগিচাঁদ মসজিদ লেন, মাঝির ঘাট স্টেশন কলোনি, আইস ফ্যাক্টরি রোড, নালাপাড়া, পুরাতন কাস্টম ও মালুম মসজিদ এলাকাসহ বিভিন্ন স্থানে যান। এ সময় বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষ ও নারীরা গণসংযোগে অংশ নেন।
এর আগে, নগরের উত্তর কাট্টলি নাজির বাড়িতে বাবা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন্নবী চৌধুরী ও মা মরহুমা মেহেরুন্নেসা চৌধুরীর কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন আমীর খসরু।
গণসংযোগকালে আমীর খসরু বলেন, গত ১৬–১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা গুম, খুন, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ত্যাগের স্বীকৃতি আজ দেশের মানুষ দিচ্ছে। আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন একমাত্র বিএনপিই বাস্তবায়ন করতে পারবে। তাই মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। জনগণই ঠিক করবে দেশ কোন পথে যাবে।
ভোটের মাধ্যমে সরকার গঠনের প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা নিশ্চিত করবে এবং প্রত্যাশা পূরণ করবে— তাদেরই জনগণ নির্বাচিত করবে।
গণতন্ত্রের সংগ্রামে জয়ী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মানুষ আজ আনন্দিত, কারণ তারা তাদের মালিকানা ফিরে পাচ্ছে। প্রতিনিধি নির্বাচন ও ভোট দেওয়ার অধিকার নিশ্চিত হওয়ার প্রত্যাশা করছে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম ও শওকত আজম খাজা, মহানগর বিএনপির সদস্য মো. সালাউদ্দিন, মশিউল আলম স্বপন, জয়নাল আবেদীন, বিএনপি নেতা কাউসার হোসেন বাবু, খোরশেদ আলম, মোহাম্মদ জাহেদ, কামরুন নাহার লিজা, মোহাম্মদ ইলিয়াস, আজিজুর রহমান বাদল, তসলিম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, জামাল উদ্দিন জসিম ও জিয়াউর রহমান জিয়া প্রমুখ।